মানাবে ওয়াটার পার্ক টিকেট

মানাবে ওয়াটার পার্ক বাংলাদেশের প্রথম প্রিমিয়ার মানের ওয়াটার পার্ক হিসেবে পরিচিত। মানাবে ওয়াটার পার্ক ২০২৩ সালের অক্টোবর মাসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

প্রায় ৬ হাজার বর্গফুট (৬০ হাজার স্কয়ার মিটার) বিস্তৃত এলাকা নিয়ে মানাবে ওয়াটার পার্ক তৈরি হয়েছে। মানাবে ওয়াটার পার্ক টিকেট মূল্য বয়সের উপর নির্ভর করে ৩ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

প্রাপ্তবয়স্ক এবং শিশু সকল বয়সী ব্যক্তিদের সুস্থ বিনোদনের উদ্দেশ্যে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া গ্রামে মানাবে ওয়াটার পার্কটি নির্মাণ করা হয়েছে।

মানাবে ওয়াটার পার্ক টিকেট

বর্তমানে মানাবে ওয়াটার পার্ক টিকেট মূল্য প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে উচ্চতা ৪ ফুটের উপরে হলে ৬ হাজার ৯৯৮ টাকা এবং শিশুদের ক্ষেত্রে উচ্চতা ৩ ফুট থেকে ৪ ফুট হলে ৩ হাজার ৬৮৮ টাকা টিকেট মূল্য প্রদান করতে হয় ।

এছাড়া প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার অফার প্রাইজে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ৫ হাজার ৫৩৩ টাকা এবং ৬০ বছরের বেশি বয়সি ব্যক্তি ৪ হাজার ৬৮৯ টাকায় মানাবে ওয়াটার পার্কে প্রবেশ করতে পারে।

তবে যে সকল শিশুদের উচ্চতা ৩ ফুটের কম দ্বারা মানাবে ওয়াটার পার্কে বিনামূল্যে প্রবেশ করতে পারে। মানাবে ওয়াটার পার্ক ৩ হাজার টাকা থেকে ৬ হাজার টাকায় নূন্যতম প্রায় ১৭ টি রাইড উপভোগ করা যায়।

মানাবে ওয়াটার পার্ক টিকেট কাটার উপায়

মানাবে ওয়াটার পার্ক টিকেট অনলাইনের মাধ্যমে ক্রয় করার জন্য গুগল ক্রোম ব্রাউজার থেকে মানাবে ওয়াটার পার্কের অফিশিয়াল ওয়েবসাইট https://www.manabay.com/ এ প্রবেশ করতে হবে ।

অতঃপর টিকেট অপশনে ক্লিক করে ভ্রমণের দিন সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর টিকেটের ক্যাটাগরি এবং সংখ্যা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে।

অতঃপর ব্যক্তিগত তথ্য যেমন- ফাস্ট নেম, লাস্ট নেম, ই-মেইল, মোবাইল নাম্বার , এড্রেস এবং পোস্ট কোড প্রদান করে পুনরায় কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে।

সকল তথ্য প্রদান করে কন্টিনিউ অপশনে ক্লিক করলে পেমেন্ট করার অপশন ওপেন হবে। অতঃপর পেমেন্ট কমপ্লিট করে মানাবে ওয়াটার পার্ক টিকেট বুকিং করতে হবে।

মানাবে ওয়াটার পার্ক সময়সূচি

বর্তমানে মানাবে ওয়াটার পার্ক প্রতি দিন খোলা থাকে। তবে পার্ক কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ, পরিচর্যা এবং মেরামতের জন্য পার্ক বন্ধ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

বর্তমানে মানাবে ওয়াটার পার্ক শুক্রবার এবং শনিবার সপ্তাহের ২ দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া সকল সরকারি ছুটির দিন মানাবে ওয়াটার পার্ক সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে

তবে সপ্তাহের বাকি ৪ দিন অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মানাবে ওয়াটার পার্ক খোলা থাকে।

মানাবে ওয়াটার পার্ক রাইড সমূহ

মানাবে ওয়াটার পার্ক একটি পানি কেন্দ্রিক পার্ক। যার পরিপ্রেক্ষিতে মানাবে ওয়াটার পার্কের প্রায় অধিকাংশ রাইড পানির সাথে সম্পৃক্ত। বর্তমানে মানাবে ওয়াটার পার্কে প্রায় ১৭ টি দেশি এবং বিদেশী রাইড রয়েছে। যেমন-

ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল, ফ্লো রাইডার, ভলকানো শো (আগ্নেয়গিরি শো), লেজি রিভার ইত্যাদি। এছাড়া শিশুদের জন্য একটি কম গভীরতার কৃত্রিম নদী রয়েছে।

মানাবে ওয়াটার পার্ক কিভাবে যেতে হয়

ঢাকা থেকে সড়ক পথে মানাবে ওয়াটার পার্কের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। যার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে সড়ক পথে মানাবে ওয়াটার পার্কে আসতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে।

এছাড়া বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সড়ক পথের পাশাপাশি রেলপথে ট্রেনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে মুন্সীগঞ্জে অবস্থিত মানাবে ওয়াটার পার্ক আসা যায়।

শেষ কথা

মানাবে ওয়াটার পার্ক টিকেট মূল্য পার্ক কর্তৃপক্ষ কম বেশি করতে পারে। পার্কটি প্রিমিয়াম মানের হওয়ায় রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা খরচ তুলনামূলক বেশি। যার পরিপ্রেক্ষিতে মানা বে ওয়াটার পার্ক টিকেট মূল্য অন্যান্য পার্কের তুলনায় বেশি হয়ে থাকে। তবে মানাবে ওয়াটার পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন উৎস উপলক্ষে টিকেট মূল্যে বিশেষ ছাড় দিয়ে থাকে। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top