পোস্টাল অপারেটর এর চাকরি ১০০% রাজস্ব খাতের অন্তর্ভুক্ত সরকারি চাকরি। সরকারি চাকরি হওয়ায় পোস্টাল অপারেটর এর বেতন কত টাকা হবে তা গ্রেডের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়ে থাকে।
সাধারণত একজন পোস্টাল অপারেটর ডাক বিভাগ বা প্রাইভেট কুরিয়ার সংস্থার অধীনে ডাক সেবায় প্রয়োজনীয় সকল কার্যক্রম যথাযথ ভাবে পরিচালনা করে থাকে।
বর্তমানে একজন পোস্টাল অপারেটর চাকরির শুরুতে সর্বনিম্ন মাসিক বেতন ন্যূনতম প্রায় ৯৭০০ টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ মাসিক বেতন ন্যূনতম প্রায় ২৩৪৫০ টাকা পর্যন্ত পেয়ে থাকে।
তবে একজন পোস্টাল অপারেটর মাসিক বেতন প্রতি বছর মূল বেতনে অনুযায়ী ৫% হারে বৃদ্ধি করা হয়। অর্থাৎ একজন পোস্টাল অপারেটর এর মাসিক বেতন প্রতি বছর প্রায় ৪৮৫ টাকা বৃদ্ধি পেয়ে থাকে।
পোস্টাল অপারেটর এর বেতন কত
পোস্টাল অপারেটর এর পদকে ডাক বিভাগের প্রাণ হিসেবে অভিহিত করা হয়। একজন পোস্টাল অপারেটর মাসিক ভাতা এবং বাৎসরিক বোনাস সহ সকল সরকারি সুযোগ সুবিধা ভোগ করে থাকে।
ডাক বিভাগের একজন পোস্টাল অপারেটর এর বেতন কত টাকা হবে তা মাসিক ভাতা এবং বাৎসরিক বোনাসের উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে।
বর্তমানে ডাক বিভাগের পোস্টাল অপারেটর পদের কর্মকর্তা বাড়ি ভাড়া ভাতা সহ সকল ভাতা মিলিয়ে প্রতি মাসে সর্বমোট ৫,৮৩০ টাকা থেকে শুরু করে ৭,৭৭০ টাকা পর্যন্ত মাসিক ভাতা পেয়ে থাকে।
অর্থাৎ একজন পোস্টাল অপারেটর প্রতি মাসে মূল বেতন এবং সকল মাসিক ভাতা সহ প্রতি মাসে সর্বমোট ১৫,৫৩০ টাকা থেকে শুরু করে ৩১,২২০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।
পোস্টাল অপারেটর কত তম গ্রেড
বর্তমানে প্রত্যেকটি সরকারের চাকরির মাসিক বেতন স্কেল অনুযায়ী প্রদান করা হয়। বর্তমানে বাংলাদেশের জাতীয় বেতন স্কেলে সর্বমোট ২০ টি গ্রেড রয়েছে।
ডাক বিভাগের পোস্টাল অপারেটর পদের মাসিক বেতন জাতীয় বেতন স্কেলের ১৫ তম গ্রেড অনুযায়ী প্রদান করা হয়। অর্থাৎ ডাক বিভাগের পোস্টাল অপারেটর পদটি তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত।
একজন পোস্টাল অপারেটর এর বেতন স্কেল-
৯৭০০- ১০১৯০- ১০৭০০- ১১২৪০- ১১৮১০- ১২৪১০- ১৩০৪০- ১৩৭০০- ১৪৩৯০- ১৫১১০- ১৫৮৭০- ১৬৬৭০- ১৭৫১০- ১৮৩৯০- ১৯৩১০- ২০২৮০- ২১৩০০- ২২৩৭০- ২৩৪৯০/=
পোস্টাল অপারেটর এর কাজ কি
ডাক বিভাগের একজন পোস্টাল অপারেটর বিভিন্ন ক্যাটাগরির কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন- একজন পোস্টাল অপারেটর নির্ধারিত স্থান থেকে ডাক বিভাগের সকল চিঠি, পার্সেল এবং অন্যান্য মেইল সংগ্রহ করে।
এছাড়াও ডাক বিভাগের একজন পোস্টাল অপারেটর সকল চিঠি, পার্সেল এবং মেইল বিতরণের রেকর্ড সংগ্রহ করার পাশাপাশি আন্তর্জাতিক মেইল, রেজিস্টার্ড মেইলl এবং ইন্সুরেন্স মেইল সেবা পরিচালনা করে থাকে।
অপর দিকে একজন পোস্টাল অপারেটর ব্যক্তিগত বাসা, অফিস এবং নির্ধারিত স্থানে সকল চিঠি, পার্সেল এবং মেইল বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে।
এছাড়াও ডাক বিভাগের একজন পোস্টাল অপারেটর সকল চিঠি, পার্সেল এবং মেইল দ্রুত ডেলিভারি করার জন্য ঠিকানার ভিত্তিতে বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে থাকে।
পোস্টাল অপারেটর এর পদোন্নতি
একজন পোস্টাল অপারেটর অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মদক্ষতা ও প্রতিষ্ঠানের নীতিমালার উপর ভিত্তি করে পদোন্নতি পেয়ে থাকে। যেমন-
ডাক বিভাগের একজন পোস্টাল অপারেটর কাজের দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী জুনিয়র পোস্টাল অপারেটর থেকে সিনিয়র পোস্টাল অপারেটর পদে পদোন্নতি হয়ে থাকে।
এছাড়া একজন পোস্টাল অপারেটর দীর্ঘদিন একই পদে চাকরি করলে সুপারভাইজার বা টিম লিডার পদে পদোন্নতি পেয়ে থাকে। তবে এক্ষেত্রে টিম পরিচালনা করার দক্ষতা থাকতে হবে।
শেষ কথা
একজন পোস্টাল অপারেটর এর বেতন কত টাকা তা চাকরির মেয়াদের উপর ভিত্তি করে প্রতি বছর মূল বেতন অনুযায়ী নির্দিষ্ট হারে পরিবর্তিত হয়ে থাকে। ডাক বিভাগের পোস্টাল অপারেটর এর পদটি সরকারি চাকরি হওয়ায় বর্তমানে পোস্টাল অপারেটর এর চাহিদা পূর্বের তুলনায় অনেকাংশের বৃদ্ধি হয়েছে। ধন্যবাদ।